Published onApril 26, 2021বইপড়া, বইশোনা আর আমার পরিবারBanglaBooksFamilyবইপড়া আর সবাই মিলে বইশোনা- হুমায়ুন আহমেদের নাটকের দৃশ্যের থেকে কোন অংশে কম সুন্দর দৃশ্য নয়। এটা আমার পরিবারের দৃশ্য। যদিও এখন তা অতীত, তাও এই দৃশ্য বারবার দেখার আকাঙ্ক্ষায় বাঁচি প্রতিটা দিন।